দুধ বেচে মদ

দুধ বেচে মদ

শিবনাথ মণ্ডল।

কেউ দুধ বেচে মদখায়

এমন লোক আছে

আবার কেউ মদ বেচে

দুধ খেয়ে বাঁচে।

দুধ বিক্রি পাড়ায় পাড়ায় 

মাসের শেষে পাই

মদের দোকানে লাইন দিয়ে

নগদ টাকা চায়।

মদ নাখেলে বন্ধু জুটবেনা

এই সমাজের মাঝে

মদ খেয়ে ভুগেভুগে

কেমন সুখে আছে।

আনন্দ এখন বোতলে ভরা

ঢাললে একটু গলাই

দুঃখ জ্বালা অবসাদ 

সব ছুটে পলাই।

মদের এখন অভাব নেই 

আমাদের দেশে

ছেলে বুড়ো সবাই তাই

মদকেই ভালো বাসে।।