ধিক্কার জানাই

ধিক্কার জানাই

রেবেকা সুলতানা রেবা 

ভিন্ন ভিন্ন ভাষা তবুও

মায়ের ভাষায় সুখ

সব দেশেরই সকল মানুষের 

মায়ের ভাষা ভরিয়ে দেয় বুক।

বাংলা মায়ের দামাল ছেলেরা

বায়ান্নর আন্দোলনে রক্তস্নান

করে এনে ছিলো একুশের পদক।

আজ আমি শোকে বিহ্বলিত নই

সেই ভাষা ও স্বদেশে আমি গর্বিত। 

রমনার সবুজ ঘাসের উপরে সে সব দামাল দেলের বুকের রক্ত

আগুনের মতো জ্বলছে।

আমি এখানে কাঁদতে আসিনি

এসেছি সম্মানিত করতে

প্রভাত ফেবীর মিছিল নিয়ে।

 কোন দিন মন থেকে মুছবেনা

রুদ্ধ শ্বাসে প্রাণ দিলো যারা

স্বদেশের মুক্ত বাতাস কিনতে।

ফেব্রুয়ারীর শোকের বসন

পরলো তারই মা,বোন, পত্নী। 

আমি গর্বিত জন্মেছি এই বঙ্গে

বাংলা আমার বচন

বাংলা আমার ভুষন।

 

ধিক্কার জানাই তাদের কে

যারা মাতৃ দেহের উপরে

আহরণ করছে ক্ষমতার আসনে।