মারহাবা মারহাবা

মারহাবা মারহাবা

আব্দুছ ছালাম চৌধুরী 

পূর্ণিমার ওই চাঁদের পাশে

মা আমেনার মুখ, 

ঝরে গেলো ক্লান্তি যতো

মুছে গেলো দুখ,,

পূর্ণিমার ওই চাঁদের পাশে,,মা আমেনার মুখ, 

পূর্ণিমার ওই চাঁদের পাশে,,মা আমেনার মুখ।।

মা আমেনার মুখের হাসি 

চাঁদ ও বলে ভালোবাসি,

জোছনা বলে ধন্য হে-গো 

ধন্য হে জগৎ—দাসী—

কোলে ফুটুক আলোকরশ্মি,,অবলোকনে মিটুক ভূখ্,

পূর্ণিমার ওই চাঁদের পাশে,,মা আমেনার মুখ, 

পূর্ণিমার ওই চাঁদের পাশে,,মা আমেনার মুখ।।

রহমত বরকত মাগফেতের মাসে

খোদার আদেশে জননী হাসে——

হাসে ঐ ফেরেস্তারা—বলে মারহাবা মারহাবা, খুশিতে ঝরে আমেনার চোখ,

পূর্ণিমার ওই চাঁদের পাশে,,মা আমেনার মুখ, 

পূর্ণিমার ওই চাঁদের পাশে,,মা আমেনার মুখ।।