নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত ৪০

বাংলাভাষী ডেস্কঃঃ

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাতসিনা রাজ্যে বন্দুকধারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে ৪০ জন প্রাণ হারিয়েছেন।

শনিবার (৪ ফ্রেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

কাটসিনা রাজ্য পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বলেছেন, স্থানীয়ভাবে ডাকাত হিসাবে পরিচিত একটি সশস্ত্র দল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) কাটসিনার বাকোরি স্থানীয় সরকার এলাকার একটি গ্রামে আক্রমণ করে। এ সময় নিরাপত্তা বাহিনী তাদের তাড়া করে। এতে মারাত্মক সংঘর্ষ এবং ব্যাপক প্রাণহানি ঘটে।

ইসাহ আরও বলেন, দুষ্কৃতিদের আইনের আওতায় আনার লক্ষ্যে যৌথ নিরাপত্তা অভিযান চালানো হচ্ছে।

আল-জাজিরা বলছে, দুটি নিরাপত্তা সূত্র কাতসিনায় মৃতের সংখ্যা ৫০ বলে জানিয়েছে। শুক্রবার ঝোঁপ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সংঘর্ষে আহতদের রাজ্যের কাঙ্করা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কাটসিনা হলো উত্তরের রাজ্যগুলোর মধ্যে একটি, যেখানে সশস্ত্র দুষ্কৃতিকারীরা সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। যারা এই অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের গ্রাম এবং হাইওয়ে থেকে লোকজনকে অপহরণ করে থাকে।

দেশটিতে ২৫ ফেব্রুয়ারি সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের আগে নিরাপত্তার অভাব ভোটারদের জন্য প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।