নারী শ্রেষ্ঠা।

 নারী শ্রেষ্ঠা।

 
------------------- আরিফ সালাহ্ উদ্দিন।

নারী জগত শ্রেষ্ঠা নারী আমার মমতাময়ী মা-
নারী প্রেয়সী নারী বোন নারীর হয়না তুলনা!!
       নারী সুভাসিতা নারী চয়না নারী যৌবন তৃষা-
       নারী অর্পিতা নারী সুশ্রীতা নারী সুখের দিশা!

নারীর ঔরষে অবনী তটে সব মানুষের জন্ম-
নারীর ক্ষমতাবলে বিশ্বময় ছড়িয়েছে প্রজন্ম!
       নারী জগতময় সমাজ গড়ার শ্রেষ্ঠ কারিগর-
       নারী রূপে গুণে প্রেমে জয়ীছে মানব অন্তর!

নারী অাছে বলে ধরায় এখনো পূর্ণতা অাছে-
নারী পুরুষ সব জনে তাই ঋণী নারীর কাছে!
       নারীর অবদান অনস্বীকার্য ধরনীর রূপায়নে-
       নারী বিজিতা করছে রাজ তার প্রতিভা গুণে!

নারী কাম্যতার প্রতীকে জলাঞ্জলির শিহরণ-
পুরুষের ব্যবিচার রক্ষায় নারী সৃষ্টির কারণ!
       নারীর সংযম নরের সনে স্রষ্টা করেছেন ধার্য-
       নারী না হলে নরে নরে চলিতো অধম্য কার্জ!

নারী অাকৃষ্ট করে মোহিত করে দেহমন প্রাণ-
নারী জীবন পথে সঙ্গী হয়ে ছড়ায় তার ঘ্রাণ!
       নারী ফুল চন্দন,গর্ভজাত,সেবিকা,অদ্বিতীয়া-
       নারী শুধু ভোগের পণ্য নহে,নারী মা দরদিয়া!

নারী চিরকাল মধুযামিনী নরের মনোরঞ্জনে-
নারী সাথী,গৃহের কর্ণদ্বার নরের বাহু বন্ধনে!
       নারী সংযমী প্রসববেদনা গ্রহিতা গর্ভধারিণী-
       নারী দেহ মনে অাবেশ ঢালা নরের সুহাসিনী!

বলিতে পারো নর-গেয়েছি নারীর গুণকীর্তন-
তাদের প্রতি অামি দু'টো কথা করিবো বর্ণন!
       নারীর অবদানে সৃষ্টি চঞ্চল তুষিত সঙ্গম দ্বার-
       নারী বিনে চলিতো কি কভু এ জগত সংসার!