নরক

নরক

জবা ভট্টাচার্য

তুমিহীন এই রাত্রি মুছে দে

যে রাত্রির পরে রাত্রি নামে

আকাশ আঁচল নীলে

ত্রিযামা আঁধারে চুপ সংলাপে

বিলাপ অন্তমিলে।

শরীর জুড়ে তোমার মায়া

জোনাকিরা তৎপর

নদী হয়ে যাওয়া রাত্রির বুকে

কামনার পারাপার। 

কবুতরী বুকে পুষি শেষরাতে

একটা ক্ষয়াটে চাঁদ

আলোর কুহকে লুকিয়ে কাঁদে

অশরীরী দীর্ঘশ্বাস।

নার্সিসাস, 

ভালোবাসার যদি না থাকে সাহস

একটা ঘুমহীন রাত্রি দাও

আর দাও নীল সর্বনাশা চন্দ্রালোক

পুড়ে মরার জন্য আমি উঠে দাঁড়াই--

জাহান্নামের ওপারে মুছে যাক সব শোক।