চলো যাই আলোক অন্বেষায়

চলো যাই আলোক অন্বেষায়

( শ্রদ্ধার্ঘঃ কবি বেগম সুফিয়া কামাল)

-সাঈফ ফাতেউর রহমান 

আলাকের অফুরান আধার যারা

আরাই অবজ্ঞাত আঁধারে পড়ে থাকে।

চিরকাল এই অসঙ্গত পরিক্রমা বিশ্বময়

সৃষ্টির স্বভাব সাম্য অস্বীকার করে পূতিগন্ধী,

অশীল সমাজ দেশাচার

আর স্বার্থান্ধ আধিপত্যবাদী হীন পুরুষেরা কতিপয়

সভ্যতার অগ্রাভিযানকে স্তব্ধ করে দেয়

প্রগতির স্বচ্ছন্দ্য ধারাকে ছন্দহীন করে তোলে

আর বিভাজনে,অনাচারে রুদ্ধ করে তোলে জীবনপ্রবাহ। 

চলতে পারে না এমন; 

চলতে দেওয়া যায়না এমন ধারা

সুস্মিত সুবিকাশে জীবন উদ্বেলিত যদি হতে হয় হাতে হাত, কাঁধে কাঁধ

আত্মার অনুভব আর স্পন্দমানতার একান্ততায়

অন্তর জাগৃতির সুষমায়

আলোক প্রদীপ্তি আত্নস্থ করে নাও একান্ত সংলগ্নতায়। 

লিঙ্গ বৈষম্যের বেড়াজালহীন

অনাচারী অবহেলাহীন অবরূদ্ধতার নিগড়হীন

মানবীয় সুসমাজ নির্মাণের সম্পন্ন প্রত্যয়ে আলোক আশীর্বাণী মেখে। 

সর্বাঙ্গে সুষমায়

দেশ, জনতা স্বদেশ, সমাজ, বিনির্নাণে, নিবেদিত হই

সঁঝের,মায়ায়, প্রদোষ, বিভায়

অগ্রবর্তী জীবনের পথে চলো যাই আলোক অন্বেষায়।