নরপশু

নরপশু

      জেবুন্নেছা জেবু -

হে নরপশু ধিক্কার জনম ঘৃণ্য তোমার মানব সত্তা 

কি করে করো শিশু বলৎকার ধর্ষণ শেষে হত্যা? 

ওরা বর্বর হিংস্র অমানুষ নেই ওদের দয়া মায়া   

 ফাঁসি দিয়ে নিশ্চিহ্ন করা হউক নরপশুদের ছায়া। 

 নরপশুদের জন্যে শিশুর নেই স্বাভাবিক জীবন 

গৃহে বন্দী অসহায় খেলাধুলাহীন শিশুদের প্রাণ , 

ঘুরে বেড়ায় ভদ্র বেশে পাপী নরপশুদের দল 

 স্রষ্টার বিচার হবেই করবে যতই পাপ আড়াল । 

শিশুরা আগামীর জাতির ভবিষৎ ওদের কচি মন 

 যা শিখে তাই করে এভাবে বাড়ে অপরাধী জন , 

গোপনে ছোট্টো প্রাণে করতে নেই ভিতি সঞ্চার   

  নিষ্পাপের সাথে অন্যায়ে কাঁপে আরশ স্রষ্টার। 

 নরপশুদের প্রতি সবাই রাখুন দৃষ্টি হুঁশিয়ার 

ওরা সমাজেই বাস করে করে ক্ষতি আপনার , 

ভয়ে বলে না শিশু ভয় পায় কারে লক্ষ্য করুন 

নরপশুদের বিশ্বাস নয় করে ওরা আদরের ছল। 

সন্তানদের নিরাপদে খেয়াল রাখুন সব দিক 

কাঁদে কেনো অবুঝ শিশু সে বিষয়ে নজর দিন , 

মানুষ ছোটদের করে না কোন স্নেহআদর এখন

স্বার্থে লোকে কাছে আসে করতে সব অঘটন ।

ছোট্টো বেলায় বেড়ে উঠে যে শিশুটি ভয়ে কস্টে 

কোন কিছুতেই মনযোগ পারবে না আর সে দিতে,  

জীবন হয় তার বিষাদগ্রস্ত হতাশা প্রতিবন্ধকতার 

সারা জীবন বয়ে বেড়ায় সে ক্ষতবিক্ষত মন তার। 

পশুদের চিহ্নিত করা উচিত সব পিতা মাতার  

 সব খানে শিশুর নিরাপদ পরিবেশ বড় দরকার , 

শিশুদের মারধর নয় আদর স্নেহ তার অধিকার 

ওদের নিরাপত্তায় সজাগ দৃষ্টি প্রয়োজন সবার ॥