নারীর সম্মান

নারীর সম্মান


            শাহারা খান 
           
ইসলাম পূর্বে নারীদের সন্মান,
ছিলো নাকো আজকের মতো।
কন্যা সন্তান জন্ম নিলে,
লজ্জায় জীবন্ত কবর দেয়া হতো।

যার ২/৩ টি কন্যা সন্তান রয়েছে,
এবং সঠিক ভাবে করেছে লালন।
ইসলাম বলেছে তার বিনিময়ে,
পাবে সে জান্নাতে চিরস্হায়ী আসন।

ইসলাম দিয়েছে নারীরে মর্যাদা,
বলেছে নারীর অধিকার তত আছে।
যেমন অধিকার নারীদের উপর,
নিয়ম অনুযায়ী পুরুষের রয়েছে।

পিতার সম্পত্তির উপর যেমন
রয়েছে নারীর অধিকার।
তেমনি অধিকার রয়েছে নারীর,
স্বামীর পরিত্যক্ত সম্পত্তি পাবার।

রাসুল(স) নির্দেশ দিয়েছেন,
স্ত্রীদের সহিত সদাচরণ করতে।
নারী,পুরুষ উভয়ের রয়েছে 
অবদান,সুখের সংসার গড়তে।

তবে কেন আজও নারীদের উপর,
নিত্য চলে অমানষিক অত্যাচার?
ধর্ষক নামক নরপশুর হাতে,
ইজ্জত লুন্ঠিত হয় বারবার?