আফসোস (রম্য ছড়া )

আফসোস (রম্য ছড়া )

শাহিনা সুমি।

অসুরের খেলায় মেতে-

বেশ তো জিতলে এবার। 

তারপর হয় কি দেখি??

দিনেরও দিন যে আছে- 

ভুলনা... একেবারেই ;

করোনা'র বিষম ঘাতে, 

বাজি যে মারলে বটে।

হেসে বলি ফিরে দেখো-

ওঠেছে বাহিরে ঝড়।

বানেরও জলে এবার ভাসবে ভাসবে বটে! 

দিনেরও দিন যে আছে -

বলি.. বাছা বুঝবে শেষে। 

ঠকালে ঠকতে হবে -

আপসোস!!!............. 

হা..হা..হা বুঝলে না যে।

চরম ও পরম পাবে দিব্যি সবার তাতে। 

গিরিঙ্গি আর ভেলকিবাজি ;

হা..হা বুঝে.. তা সবাই বুঝে। 

এক মাঘে যায়না গো শীত-

আপসোস!!.............. 

হা.. হা বুঝবে সবে। 

এক যায় এক যে আসে -

রাজ্য পাঠের মন্ত্র এ যে।

দিনেরও দিন যে আছে -

আপসোস!!!............ 

হা..হা..হা বাছা বুঝবে ভবে।।