ফ্যাকাশে নীল রং 

ফ্যাকাশে নীল রং 

শামরুজ জবা 

সুখের বারান্দায় আর দক্ষিণা বাতাস বয়না! 

তার বদলে-

প্রতিটি নির্ঘুম রাত্রি যাপন,

চোখ মেলে আকাশে স্বপ্নের নাটাই ঘুড়ির আকিবুকি,

মনের নীল রং এর বিবর্ণতায় ধুসর কোন বিকেলে-

তোমার পদচিহ্নের তীব্র বাসনায়, কাঙ্ক্ষিত স্বপ্নের স্বপ্ন হরণ,

শক্ত করেছে তোমার প্রতি ভালোবাসার অমঘ বাঁধন।

প্রতিটি মুহূর্তে তোমাকে ছুঁয়ে দেখার তীব্র বাসনায়,

যাতনার চুলকানিতে প্রতিটি পলকে পলকে পিছু ফেলে দেখার দুর্বার আকুতি--

সুখ স্মৃতির বিক্ষিপ্ত পদচারনায়,

তোমার জন্য অজস্র স্বপ্ন রচনায়-

আজ কবিত্বের পদাংক অনুসরণ। 

সমাজের প্রতিনিয়ত সমালোচনার উলঙ্গতার বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন -

ভালোবেসে পার করছি প্রতিটি অসম রাত্রি।