এক পীড়িত ও নিরীহের পঙক্তি

এক পীড়িত ও নিরীহের পঙক্তি

আবু আফজাল সালেহ

আমরা যে আকাশ দেখেছি তা সবসময় নীল ছিল

আমরা যে সাগরে সাঁতার কেটেছি তা সবসময় শান্ত ছিল

একটি ভাল পুরানো স্মৃতি

মাত্র কয়েকদিন আগের কথা।

এখন দেখি ধূলিময় আকাশ;

এখন আমরা সমুদ্র থেকে অনেক দূরে ছুটে যাই।

আমাদের পিছনে শত্রুদের পদচিহ্ন

মাঝরাতে সকালে ছটফট করে এবং তাড়া করে।

আমাদের সুন্দর জন্মভূমি ফিরিয়ে দাও

ফিরিয়ে দাও আমার আদি শহর,

এবং আমার প্রিয়জনদের!

ফিলিস্তিন, সিরিয়া, ইউক্রেন

আর কখনো আগের মত হবে না

তিক্ততা, অ্যাসিড বৃষ্টির মতো ক্ষমাহীনতা এখন।

চোখের জলই আমাদের কাছে প্রধান অস্ত্র।