বিধবার সংসার

বিধবার সংসার


          শাহারা খান 
     
স্বামীর মৃত্যুর পর সন্তান নিয়ে,
কেটে যাচ্ছিল বিধবা রমণী সংসার।
পেনশনের কিছু টাকা সেইসাথে,
সেলাই করে বাড়তি রোজগার।

রমণী জীবনে চাহিদা অল্প,
আছে আল্লাহর উপর ভরসা।
ছেলেমেয়ে যদি সঠিক মানুষ হয়,
গোচাবে তার সকল দুরাশা।

এক এক করে ছেলেমেয়ে বড় হলো,
ছেলে দুটো করলো চাকরিতে পদার্পন।
ছেলে বিয়ে দিয়ে বউ আনবে ঘরে,
বিধবা রমণী দেখে কত স্বপন।

বড় ছেলেটি বড়ই মাতৃভক্ত,
মায়ের অনুমতিতে বিয়ে করলো।
সহজ সরল ধার্মিক বউটি,
শাশুড়ীর মতো সংসারের হাল ধরলো।

ছোট ছেলে অভার স্মার্ট,
চাকুরীজীবি স্মার্ট বউ আনলো ঘরে।
বিয়ের কয়েক মাস যেতেই,
বউকে নিয়ে আলাদা সংসার গড়ে।

শুধু তাই নয় পৈত্রিক সম্পদ,
ভাগ করে নিতে সালিশ ডাকে।
বউয়ের কারণে অপদস্ত করে,
ভাই বোন আর স্নেহময়ী মাকে।

বিধবা রমণীর সুখের সংসার,
হায়রে ভেঙ্গে হলো খান খান।
বুকের মানিককে দূরে ঠেলে দিতে,
তবু মায়ের জ্বলে যায় প্রাণ।