ঘরেতেই আছি

ঘরেতেই আছি

মধুমিতা বসু সরকার 

ঘরেই ত আছি,

ঘরেই ত ছিলাম বহুকাল,

এখনোও প্রত্যুষ ছেড়ে বেরোতে প্রতিবন্ধকতা মানি,

তোমার হৃদয় টুকু কার, আমিই একমাত্র সবিস্তারে জানি,

যতটুকু গেছ যাও, বেরোবার রাস্তা খুঁজে রেখো,

খানা খন্দ বিস্তর আছে, বিকেলের গাঢ় রঙে মনের আবিলতা ঢ়েকো,,

আমি আছি সলতে হয়ে প্রজ্বলিত প্রদীপের শিখা,

পুড়তেও জানি, পোড়াতেও জানি , আমি অনিমিখা -

অন্তর্দহন শেষে উন্মুখ হৃদয় জলাশয় খুঁজে মরে,

হৃদয়ের রক্তবাহী শিরা উপশিরা থেকে, 

অবিশ্রাম শোনিত স্রোত ঝরে,

আমি ত ঘরেই আছি,,তুমি জানো হৃদয়ের নিলাম, 

ভারমুক্ত লাগে বেশ, রক্ত ঝরা ক্লেশ স্বত্বেও সেই ত আবার কাছে এলাম।