বন্ধু

বন্ধু


 সত্যেন্দ্রনাথ পাইন।

   বন্ধু হওয়া কি মুখের কথা?
বন্ধু কি পাওয়া যায় যথা তথা?
বন্ধু মেলে জলে নয়তো জঙ্গলে
যদি তুমি চাও বাজারে কিংবা মলে।
বন্ধু হারায় না কক্ষনো বৃষ্টির মতো
  বন্ধুতে হয়না কোনো ক্ষত।

থাকে মেঘের মতো সর্বদা হৃদয়াকাশে
    মনের বিকাশে।।
অনুভূতিতে হয় সম্পর্ক
রক্তের বাঁধনে নয়।
তবেই তারে আত্মীয় কয়।