শীতে বস্তি-নিবাস

শীতে বস্তি-নিবাস

     রফিকুল ইসলাম 

চারিদিকে বিলাসী সুখের ফোয়ারা ওড়ে

শীতেরা এসেছে আরো আসবে অন্ধকারে,

নিশাচর পাখি শীতে সাঁতার কেটে ঘরে ফেরে

আর ঘরে ফেরে সন্তর্পণে সুচারু চোরে

কারো চোখের পাতায় স্বপ্নরা ধুঁকে ধূঁকে মরে।

কেউ জেগে নেই রাতে — মুগ্ধ মনে মহাগ্রন্থ পাঠে

ধর্মতলায় জাগে প্রেত, শৃগালেরা সুফলা মাঠে।

জেগে আছে কাঁচপোকা আর জাগে লক্ষ্মীপেঁচা..

শীতের শিসে জাগে রাস্তার মোড়ে কুকুর বেওয়ারিশ

করো পাঁজড়ে জেগে আছে শরীর কামিনীর ....

ঘুমহীন চোখে শিয়রে জাগে জরামৃত্যু বস্তিবাসীর।