বর্তমান সরকার সমঝোতায় ক্ষমতায় এসেছে: ইমরান খান

বাংলাভাষী ডেস্কঃঃ

ব্যাপক দর কষাকষি আর সমঝোতার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় এসেছে বলে দাবি করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

তিনি বলেন, ‘জোট সরকারের নেতারা নিজেদের আইনের ঊর্ধ্বে রেখেছেন। কয়েক বছর আগে তাদের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতির মামলাগুলো খারিজ হয়ে গেছে।’

শেহবাজ শরিফ, নওয়াজ শরিফ, আসিফ জারদারি ও মরিয়ম নওয়াজ-তাদের সবাইকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান ইমরান খান।

ইমরান খান বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ১ লাখ ১০ হাজার কোটি রুপি মূল্যের দুর্নীতির মামলা খারিজ করে দিয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ২০২৩ সালের এপ্রিলেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও দাবি করেন ইমরান খান।

সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, ইমরান খান বলেছেন, পাকিস্তানের নতুন সেনাপ্রধান জেনারেল সাইদ আসিম মুনিরের সঙ্গে বর্তমানে তার দলের কোনো সম্পর্ক নেই।

তেহরিক-ই-ইনসাফ প্রধান অভিযোগ করেন, সাবেক সেনাপ্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) কামার জাভেদ বাজওয়া সরকারকে দেশ শাসনে সহযোগিতা করছেন।

পাকিস্তানের অর্থনৈতিক সংকটের জন্য বর্তমান সরকারকে দায়ী করে ইমরান বলেন, তার দেশের অর্থনৈতিক পরিস্থিতি আগে কখনোই এমন ছিল না।

তিনি মনে করেন, বস্তুনিষ্ঠ ও স্বচ্ছ নির্বাচনই এসব সমস্যার একমাত্র সমাধান। চলমান অর্থনৈতিক সংকটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইমরান বলেন, কোনো বিনিয়োগকারী কিংবা ব্যবসায়ী বর্তমান সরকারকে বিশ্বাস করে না।

পিটিআই প্রধান আরও আভাস দিয়েছেন, চলতি বছরের এপ্রিলেই সাধারণ নির্বাচন করার জন্য সরকার বাধ্য হবে।