বাংলাদেশ থেকে বেশি করে শ্রম নেবে দক্ষিণ কোরিয়া: পররাষ্ট্রসচিব

বাংলাভাষী ডেস্কঃঃ

দক্ষিণ কোরিয়া বাংলাদেশথেকে বেশি করে শ্রমশক্তি নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব এ কথা জানান। এর আগে সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত জাং সুঙ মিনের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রসচিব।

বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাং সুং মিন ১৪-১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

সফরকালে জাং সুঙ মিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

এদিকে, রাজধানীর একটি হোটেলে বুধবার দক্ষিণ কোরিয়া দূতাবাসের আয়োজনে এক সংবাদ সম্মেলনে জাং সুঙ মিন বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে আরও গভীর সম্পর্ক চায়।