বিয়ানীবাজারে ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ

বিয়ানীবাজারে ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ

বাংলাভাষী ডেস্কঃ

বিয়ানীবাজারে ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মধ্যে রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ দেন। এসময় নিজ নিজ ইউনিয়ন পরিষদের স্ব-স্ব প্রার্থীদের সঙ্গে তাদের সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর এই ভোট গ্রহণকে সামনে রেখে উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের ভোটাদের মধ্যে বিভিন্ন আলোচনা ও কৌতুহলের শেষ নেই। উপজেলার ১০ ইউনিয়নে ৪৭জন চেয়ারম্যান প্রার্থী ও সাধারণ সদস্য পদে ৪৭১জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে বিয়ানীবাজার পৌরশহর চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী এবং তাদের অনুসারীদের পদচারণে মুখর হয়ে ওঠে। কাঙ্ক্ষিত প্রতীক পেয়ে প্রার্থীরা স্লোগান দিতে দিতে কেউ পৌরশহর প্রদক্ষিণ করেন আর কেউ কেউ ফেরেন বাড়ি।

বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীরা এখন আইন মেনে প্রচারণা চালাতে পারবেন। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিং করে প্রচারণা চালানো যাবে। কোন প্রার্থী আচরণ বিধি লঙ্গন করলে তার বিরোদ্ধে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করবেন।