ভবিষ্যদ্বাণী

ভবিষ্যদ্বাণী

রেজাউদ্দিন স্টালিন

আমরা জন্মের পর থেকে

বেরিয়ে পড়ি স্রষ্টার খোঁজে

একসময় বুঝতে পারি

তিনি মানুষের কৃতকর্মের

প্রতিধ্বনিতে থাকেন

ভাগ্যের আর্তস্বর থেকে পালিয়ে

ছুটে যাই ভবিষ্যদ্বক্তাদের কাছে

হাঁটতে থাকি আয়ুর বলিরেখার উপর

পরাজয়ের আশঙ্কায় জলাশয়ে নামি

বিজয়ের আনন্দে ঢুকি ট্রয় নগরীতে

ক্রীতদাসের হাসি আর গ্লানির দহন

তাড়িয়ে নেয় নিয়তির দিকে

স্বপ্নবিক্রতা জানে

কল্পরাজ্যে কত পাখি ওড়ে

আর নতুন স্বপ্নের সাথে 

পুরানো স্বপ্ন জুড়ে দিলে

কেন সেতু ভেঙে পড়ে

নিরবতা কি হারানো

স্মৃতির স্বর্গে নিয়ে যায়

স্রষ্টার বাস অলিম্পাস পাহাড়

নাকি সমুদ্রের তলে

কেনো খোলা জানালায় গেলে

তার কণ্ঠস্বর শুনি

বাঁচার সংগ্রামে নিশ্চয়তা কে দেবে

স্রষ্টা না প্রশ্নকারী

সত্যিকার ভবিষ্যদ্বাণী হলো

একদিন তোমার মৃত্যু হবে