ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩ হাজার

বাংলাভাষী ডেস্ক :

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩ হাজারে পৌঁছেছে। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান জানিয়েছেন, তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৩৮৮তে পৌঁছেছে। এছাড়া ৭৭ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। ভূমিকম্পে যারা বেঁচে গেছে তাদের জন্য ঘরের ব্যবস্থা করা হবে।

প্রতিবেশী সিরিয়ায় মৃতের সংখ্যা এখন তিন হাজার ৩৭৭। দুই দেশে এখন সব মিলিয়ে মৃতের সংখ্যা প্রায় ২৩ হাজার। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে তুর্কি প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ভূমিকম্পের পর যতটা দ্রুত উদ্ধার তৎপরতা চলবে বলে তিনি আশা করেছিলেন সেভাবে উদ্ধার কাজ হয়নি।