মায়া আর মরিচিকা (২য় পর্ব)

মায়া আর মরিচিকা (২য় পর্ব)

মালা মুখোপাধ্যায় 

কচু পাতায় জল দিয়ে বৃন্তি তাকিয়ে ভাবে মুক্তোর মতো গোল হিরের মতো উজ্জ্বল,সূর্যের ছটায় চোখ পাতা দায়।
ঠিক যেমন ওপাড়ার শিবুদা পদ্ম পাতায় জল দিয়ে বিন্দুকে কাছে ডেকে বলেছিল , পারবি ধরতে ?

 কলেজে যেতে যেতে  পদ্মপাতার জলই হোক আর  কচুপাতার... 
 মুক্তোর মতো গোল হিরের মতো উজ্জ্বল সূর্যের আলো পড়লে চোখ ধাঁধানো সুন্দর হলেও  মনে মনে বৃন্তি নিজেকে বলে কিশোরী বৃন্তি বোঝেনি সে কথা আজ বোঝে ধরা বড়ো কঠিন গো শিবুদা , সব তো মায়া আর মরীচিকার খেলা।