ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা কোহলিদের

ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা কোহলিদের

বাংলাভাষী ডেস্কঃঃ

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে স্লো ওভার রেটের কারণে ভারত দলকে ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারায় এই জরিমানা।

মিরাজের দুরন্ত ব্যাটিংয়ে প্রথম ম্যাচে বাংলাদেশ জেতে ১ উইকেটে। ভারত ক্যাপ্টেন রোহিত শর্মা দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

প্রথম ওয়ানডে ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৪১.২ ওভারে ১৮৬ রানে অল আউট হয় ভারত। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে চার ওভার হাতে রেখে পৌঁছায় লক্ষ্যে। শেষ জুটিতে মিরাজ-মুস্তাফিজের অবিশ্বাস্য ব্যাটিংয়ে বাংলাদেশ পায় ১ উইকেটের রোমাঞ্চকর জয়।

তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। আগামী ৭ ডিসেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ১০ ডিসেম্বর চট্টগ্রামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। ওয়ানডে সিরিজের পর হবে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজও।