‘মেসি মানেই বিশেষ সুবিধা’

বাংলাভাষী ডেস্কঃঃ

আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়ার সামনে বিশ্বকাপ ফাইনালে উঠার হাতছানি। আগামীকাল রাতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে স্বপ্ন পূরণ হবে যেকোনো এক দলের। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নিকোলাস তাগলিয়াফিকো বললেন, ‘মাঠে মেসি থাকা মানেই বিশেষ সুবিধা।’

গত বিশ্বকাপেও দেখা হয়েছিল আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার। সেটা গ্রুপপর্বে। ওই ম্যাচে আলবিসেলেস্তেদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ক্রোয়াটরা। তাই এবার নকআউট ম্যাচের আগে প্রতিপক্ষের খেলার ধরণ বিশ্লেষণ করেছে আর্জেন্টাইনরা। সোমবার সংবাদ সম্মেলনে হাজির হয়ে এমনটা জানান তাগলিয়াফিকো।

আর্জেন্টাইন ডিফেন্ডার বলেন, ‘ক্রোয়েশিয়া কীভাবে খেলে তা গতকাল (রবিবার) আমরা বিশ্লেষণ করেছি। মাঝমাঠে তাদের দুর্দান্ত মানের দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। ক্রোয়েশিয়া আবারও সেরা চারে আছে। তারা একটি ভালো দল। কিছু মিল আছে (২০১৮ এর সঙ্গে), তবে এটি চার বছর আগের ম্যাচের থেকে সম্পূর্ণ ভিন্ন একটি ম্যাচ হবে।’

কীভাবে ঘায়েল করবেন লুকা মদ্রিচদের? এমন প্রশ্নের জবাবে তাগলিয়াফিকো বলেন, ‘আমাদের কাছে নতুন অস্ত্র আছে এবং আগের ম্যাচের অভিজ্ঞতা রয়েছে। মেসি আমাদের অধিনায়ক, আমাদের নেতা। তিনিই আমাদের এগিয়ে নিচ্ছেন, অনুপ্রাণিত করছেন। মাঠে তিনি থাকা মানেই বিশেষ সুবিধা।’

লিওনেল স্কালোনির শিষ্য আরও বলেন, ‘আমরা জানি লিওনেল মেসি আছে এবং এটা আমাদের জন্য অনুপ্রেরণা। মেসিকে আমাদের অধিনায়ক হিসেবে পেয়ে আমরা সত্যিই খুশি। আমরা সবাই আমাদের স্বপ্ন পূরণের জন্য একসঙ্গে কাজ করছি।’