মালয়েশিয়ার সঙ্গে সমঝোতায় বড় পরিবর্তন আসবে: মন্ত্রী

বাংলাভাষী ডেস্কঃঃ

মালয়েশিয়ার সঙ্গে করা সমঝোতা স্মারকের বড় ধরনের পরিবর্তন আসবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ।

রবিবার (৫ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ভবনে সফররত মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রী।

বৈঠক প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী বলেন, কম খরচে, ঝামেলা ছাড়াই শ্রমিক পাঠানোর উপায় খোঁজা হয়েছে বৈঠকে। এজেন্ডাবিহীন আলাপ হলেও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

মালয়েশিয়ার আগের সরকারের আমলে করা সমঝোতার বড় ধরনের পরিবর্তন আসবে জানিয়ে মন্ত্রী বলেন, যাতে করে শ্রমিক পাঠানো সহজ করা যায়।

চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি উল্লেখ করে ইমরান আহমদ বলেন, এ মাসের মধ্যে জয়েন্ট ওর্য়াকিং মিটিং হওয়ার কথা রয়েছে। যারা অবৈধ হয়েছেন তারা আবেদন করলে নিয়মিত করবে মালয়েশিয়া।

৩ বছর বন্ধ থাকার পর ২০২১ সালের ১৯ ডিসেম্বর জনশক্তি রপ্তানি নিয়ে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। তারপর মনে করা হয়েছিল দেশটিতে জনশক্তি রপ্তানি শুরু হবে। কিন্তু পুরোনো ইস্যুই মাথাচাড়া দেয় আবার। সিন্ডিকেট ইস্যুতে আবারও জনশক্তি রপ্তানি শুরু করা যায়নি— পরবর্তীতে করা সমঝোতার এক বছরের মাথায়ও। এ নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে ঢাকা-কুয়ালালামপুরের মধ্যে। এ অবস্থায় সম্প্রতি সরকার পরিবর্তন হয়েছে দেশটিতে। নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম বিদেশ সফর হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছেন।