মেসির হাতে ট্রফি দেখতে চান ব্রাজিলের রিভালদো

মেসির হাতে ট্রফি দেখতে চান ব্রাজিলের রিভালদো

বাংলাভাষী ডেস্কঃঃ

শেষের পথে কাতার বিশ্বকাপ। চূড়ান্ত হয়েছে ফাইনালের লাইনআপ। ক্রোয়েশিয়াকে হারিয়ে সবার আগে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। মরক্কোকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনার সামনে ফ্রান্স। আগামী ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

এবারের ফাইনালটা আর্জেন্টিনা জিতুক, তা মনে প্রাণে চাইছেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রিভালদো। তার মতে, এবারের বিশ্বকাপটা মেসিরই প্রাপ্য। চলতি বিশ্বকাপে মেসি ও আর্জেন্টিনা রয়েছে দুরন্ত ফর্মে। সৌদির কাছে শুরুর ম্যাচে হারলেও টানা জয়ে ফাইনালে দলটি।

৩৫ বছর বয়সী মেসি রয়েছে সেরা ফর্মে। করেছেন ৫ গোল। গোল করাচ্ছেন সতীর্থদের দিয়ে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে উঠে শেষ সময়ের গোলে জার্মানির কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল মেসির। বিশ্ব মঞ্চে দেশের ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে তাদের দরকার স্রেফ আর একটি জয়।

রিভালদো সমর্থন দিচ্ছেন আর্জেন্টিনাকে। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার ক্রোয়েশিয়া ম্যাচের পর ইনস্টাগ্রামে মেসির একটি ছবি পোস্ট করে শুভকামনা জানান এই মহাতারকার জন্য।

যেখানে তিনি বলেন, ‘বিশ্বকাপে এখন ব্রাজিল কিংবা নেইমার নেই। তাই আমি আর্জেন্টিনার পক্ষে থাকব। মেসিকে নিয়ে নতুন কিছু বলার নেই। তোমার আগেই বিশ্বকাপ জেতা প্রাপ্য ছিল। তবে সৃষ্টিকর্তাই সবকিছু জানেন এবং এই রবিবার তোমাকে মুকুট দেবেন।’

রিভালদো আরও বলেন, ‘তুমি ব্যক্তি হিসেবে যেমন এবং সবসময় যে দুর্দান্ত ফুটবল খেলেছ, তাতে বিশ্বকাপ শিরোপা তোমার প্রাপ্য। তোমাকে টুপি খোলা অভিনন্দন। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন।’ কয়েকদিন আগে আর্জেন্টিনাকে সমর্থন জানিয়েছিল ব্রাজিলের আরেক গ্রেট রোনালদো।