মহা অসুখে ক্লান্ত পৃথিবী

মহা অসুখে ক্লান্ত পৃথিবী


        —- দিলারা রুমা

জ্বলন্ত ফসফরাসের মত জ্বলছে পৃথিবী
নিষিদ্ধ বাতাসে তীব্র বারুদের গন্ধ
পৃথিবী তোমার কঠিন অসুখ!
কি করে সাড়াবো এতসব মহাব্যধি
চোখ খুলে দেখি চাঁদের কান্না,
সূর্যের অহরহ বিষ্ফোরণ ;
যতসব ব্যার্থ আয়োজনে 
রুদ্ধ বাতায়ন।
জেগে থাকি আমি দিবানিশি
তোমার বিরহি মহাকাল ছোঁয়ে যায়
তারায় তারায় মেলে ডানা
ফিরে আসুক  অপূর্ব নন্দন 
সেই অন্বেষায়।

কত ভালো বাসতে তুমি আমায়, 
আমাদের প্রেমে মেখেছো  অনন্তকাল    
আপন করে রেখেছো তোমার সন্তানেরে,
অথচ,দিনদিন বুঝিনি তোমার মায়া
কালো ছাই ভস্ম করে রেখেছি তোমার ভেতর বাহির।
পৃথিবী তোমার অসুখ, মহা অসুখ
আমার ভিতর কাঁপছে তোমার জন্য
তুমি কি দেখছো?
এই তুফান ঝড়!

নির্মল হও, সুন্দর হও, 
তুমি ফিরে এসো আগের মত 
আমি চাই,
আমার মত প্রতিটা মানুষের চাওয়া হোক
এ আমার প্রার্থনা।
পৃথিবী তুমি ভালো হয়ে যাবে
 ভালো হবে একদিন,
দেখো তোমার বুকে থাকবেনা
অসভ্য নোংরার দল
পৃথিবী তুমি দেখো।

—ইংল্যান্ড