মহাসড়কে কোরবানির পশুবাহী গাড়ি থামানো যাবে না

বাংলাভাষী ডেস্কঃঃ

মহাসড়কে কোরবানির পশুবাহী কোনো গাড়ি থামানো যাবে না বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান (অতিরিক্ত মহাপরিদর্শক) মো. শাহাবুদ্দিন খান।

তিনি বলেন, মহাসড়কে কোরবানির পশুবাহী কোনো গাড়ি থামানো যাবে না। কেউ গাড়ি থামালে বরদাস্ত করা হবে না। পশুবাহী গাড়ির গন্তব্য কোথায় তা গাড়ির সামনে ও পেছনে লেখা থাকবে।

বুধবার (১৪ জুন) রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তরে হাইওয়ে পুলিশের আয়োজনে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।

হাইওয়ে পুলিশপ্রধান বলেন, কোনো গরুর হাটের ভলান্টিয়ার জোরপূর্বক বা বাধা দিয়ে পশুবাহী গাড়ি হাটে ঢোকাতে পারবে না। এজন্য পশুবাহী প্রত্যেক গাড়িকে সামনে ও পেছনে গন্তব্য লিখে রাখতে হবে। তাহলে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ থাকবে না। যারা যাত্রী আছেন ও পরিবহন সংশ্লিষ্ট আছেন তাদের বলছি, চাঁদাবাজি হবে না এটা নিশ্চিত থাকেন।

পশুবাহী ট্রাকে মাদক পরিবহন করা হয় এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট নজরদারি থাকবে। মাদক কারবারিরা যেন কোনো ধরনের সুযোগ না পায় সেজন্য আমাদের নজরদারি ও তদারকি থাকবে।

সভায় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোজাম্মেল হক, ডিএমপি পুলিশের ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডাররা।