যুক্তরাজ্য ছাড়লেন চীনের অভিযুক্ত ৬ কূটনীতিক

বাংলাভাষী ডেস্কঃঃ

একজন জ্যেষ্ঠ কুটনীতিকসহ যুক্তরাজ্য থেকে নিজেদের ছয় কূটনীতিককে দেশে ফিরিয়ে নিয়েছে চীন। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অবস্থিত চীনের কনস্যুলেটে কর্মকর্তা ও কয়েকজন বিক্ষোভকারীর মধ্যে হাতাহাতির ঘটনার প্রায় দুই মাস পর তাদের সরিয়ে নিল চীন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

জানা যায়, চলতি বছরের ১৫ অক্টোবর ম্যানচেস্টার শহরে অবস্থিত চীনের কনস্যুলেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কিছু প্রবাসী চীনা বিক্ষোভকারী। ওই সময় তাদের মারধর করেন চীনের কনস্যুলেটের কর্মকর্তারা।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তের সার্থে চীনা কর্মকর্তাদের কূটনৈতিক ক্ষমতা তুলে নিতে অনুরোধ করেছিল যুক্তরাজ্য। সেই সঙ্গে অক্টোবরের ঘটনায় তাদের গোয়েন্দা জিজ্ঞাসাবাদ করতে অনুমতি দিতে অনুরোধ করেছিল ব্রিটেন।

বিবিসি জানায়, বিদেশি কূটনীতিক হওয়ায় তাদের গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করার ক্ষমতা ছিল না পুলিশ ও যুক্তরাজ্যের সরকারের। এ কারণে ওই ছয় কূটনীতিকের ‘বিশেষ সুবিধা’ তুলে নিতে চীন সরকারকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ব্রিটিশ সরকার। যেন তাদের জিজ্ঞাসাবাদ করা যায়। যদি এই সময়ের মধ্যে চীন ওই ছয় কর্মকর্তার বিশেষ সুবিধা রদ না করত তাহলে তাদের অবাঞ্চিত ঘোষণা করত যুক্তরাজ্য। কিন্তু সেই সুযোগ না দিয়ে অভিযুক্ত কূটনীতিকদের দেশে ফিরিয়ে নিয়ে গেছে শি জিনপিং প্রশাসন।

এদিকে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়ায় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, ‘আমি হতাশ কারণ এসব কর্মকর্তারা বিচারের মুখোমুখি হয়নি।’

এদিকে চীন জানিয়েছে, কনসাল জেনারেল ঝেং শিউয়াংয়ের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় তাকে ফিরিয়ে নেওয়া হয়েছে।

জানা যায়, অক্টোবরের ওই দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও তার বিকৃত ছবি প্রদর্শন করেন বিক্ষোভকারীরা। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে কনস্যুলেট ভবন থেকে বের হয়ে আসেন কয়েকজন কর্মকর্তা। তারা বিক্ষোভকারীদের মারধর ও টানা হেঁচড়া করেন। এ ঘটনার পর তদন্ত শুরু করে যুক্তরাজ্যের পুলিশ। তারা মোট ছয় কর্মকর্তাকে অভিযুক্ত করে। এ বিষয়ে আরও তদন্ত করতে ওই ছয়জনকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল তারা।