রাতে আসছেন লু, নিষেধাজ্ঞা প্রত্যাহার চাইবে বাংলাদেশ

বাংলাভাষী ডেস্কঃঃ

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সংক্ষিপ্ত সফরে আজ শনিবার (১৪ জানুয়ারি) রাতে ঢাকা আসছেন।

এর আগে এই অঞ্চলে একাধিক দেশে সফর করলেও ঢাকায় এটিই ডোনাল্ড লুর প্রথম একক সফর। আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের সঙ্গে গত বছরের মার্চে ঢাকায় এসেছিলেন তিনি।

এবারের সফরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন ডোনাল্ড লু। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

জানা যায়, সফরকালে আলোচ্যসূচিতে র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি থাকবে বাংলাদেশের অগ্রাধিকার। এ ছাড়া বাণিজ্য ও বিনিয়োগ কীভাবে বৃদ্ধি করা যায়, শ্রম অধিকারের বিষয়টি আরও কীভাবে উন্নত করা যায়, সেটি নিয়েও আলোচনা হবে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চাইবে বাংলাদেশ।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রধান আলোচ্যসূচি থাকছে কোয়াড-আইপিএসে (ইন্দো প্যাসিফিক স্ট্রাটেজি) বাংলাদেশের যোগদানসহ নিরাপত্তা সহযোগিতা। এ ছাড়া সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হবে।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, এই সফরকে আমরা গোটা সম্পর্কের একটি অংশ হিসেবে দেখছি। গত বছর পুরোটা সময় আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এই কারণে অনেকের যে আশঙ্কা ছিল— নতুন নিষেধাজ্ঞা আসবে কি না, আসলে সে ধরনের পরিস্থিতি তৈরি হয়নি।

যেকোনো সম্পর্কে টানাপোড়েন থাকতে পারে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, তবে আমরা সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। সাময়িক কোনো বিষয় থাকতে পারে বা উদ্বেগ থাকতে পারে, কিন্তু সেটি যেন আমাদের মূল সম্পর্ককে ব্যাহত না করে।