রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ২ দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ

বাংলাভাষী ডেস্কঃঃ

আগামী ২৫ এপ্রিল বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন বাংলাদেশের নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ২৩ ও ২৪ এপ্রিল জাতীয় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সকল প্রকার দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

রবিবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের ভারপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান।

এ বিষয়ে তিনি বলেন, আগামী ২৫ এপ্রিল সকাল ১১টায় বীর শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসবেন নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। তাই নিরাপত্তা জনিত কারণে ২৩ ও ২৪ এপ্রিল দুই দিন স্মৃতিসৌধ প্রাঙ্গণে সকল প্রকার দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। রাষ্ট্রপতি মহোদয় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করার তিনঘন্টা পর দর্শনার্থীদের জন্য জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ যথারীতি খুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, আগামীকাল রবিবার (২৪ এপ্রিল) বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। এর আগে তিনি জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।