রেস্তোরার সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত

রেস্তোরার সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত

বাংলাভাষী ডেস্কঃঃ

রাজধানীর চকবাজারের কামালবাগের দেবিদ্বার ঘাটে সোমবার (১৫ আগস্ট) প্লাস্টিক কারাখানায় আগুনের সূত্রপাত একটি রেস্তোরার সিলিন্ডার বিস্ফোরণ থেকে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায, সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন শুরুতে বিদ্যুতের ট্রান্সফরমারে যায়। সেখানে আরেক দফা বিস্ফোরণের পর প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শাহজাহান সিকদার জানান, সোমবার বেলা ১২টার দিকে কামালবাগের দেবী দাস ঘাট এলাকার ওই কারখানায় আগুন লাগার খবর পান তারা।

প্রধমে ছয়টি এবং পরে আরও চারটি ইউনিট সেখানে আগুন নেভাতে যায়। ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন জানান।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানান, যে ভবনে আগুন লেগেছে, সেখানে তিনতলার ওপর টিন দিয়ে আরেকটি তলা বানানো হয়েছে। নীচতলায় একটি খাবার হোটেল ছিল। তৃতীয় তলার ছিল প্লাস্টিকের গুদাম আর কারখানা। চতুর্থ তলায় প্লাস্টিকের খেলনার গুদামও আগুনে পুড়ে গেছে। এছাড়া পাশের একটি ভবনের দ্বিতীয় তলাও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস বলছে, ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ নিরূপণে কাজ করছে তারা।