লাল সবুজে টাওয়ার ব্রীজ

লাল সবুজে টাওয়ার ব্রীজ

      ——দিলারা রুমা

ঐতিহাসিক টাওয়ার ব্রীজে যখন লাল সবুজের 

 ঝলকানি জ্বলে উঠলো 

বিশ্বাস করো হৃদয়ভরে জেগে উঠলো 

আমার বাংলাদেশ! 

আমার স্বাধীনতা, আমার বিজয়।

কেন জানি এমনিতেই দু’চোখ বেয়ে দু ফোটা জল 

 খুশির ঝলকে বেয়ে পড়লো

আমার গর্ব আমার একাত্তর আমার পতাকা বলে।

এর চেয়ে সুখ আর কিছু নাই 

এর চেয়ে আনন্দ কি আর হতে পারে?

সাত সমুদ্র তের নদী দূরে মনে হলো

আমার বুক জুড়ে উড়ছে আমার পতাকাটি।

 টেমসের জলে লাল সবুজের মিতালীতে একাকার 

আমার স্বদেশ আমার রক্তের চিত্র 

আমার ভাষা,ধান শালিকের সংকেত

আমি গর্বিত!! আমি গর্বিত বলে 

দু’চোখে ছিলো নিঃশব্দে তাকানোর গভীর প্রহর।

এ সময় এসেছিলো আমার বিজয় দিবস

  ১৬ ডিসেম্বরে ২০২১

এ সময় আমি যেন ছিলাম 

 আমার স্বদেশের অন্তর জুড়ে।

ঐতিহাসিক টাওয়ার ব্রীজে সেদিন ফুটেছিলো আমার স্বপ্ন,

সারা বিশ্বের চোখে আনন্দের বন্যা 

মাগো তোমার রূপে বর্ণিত।

লাল রক্তে কেনা ভাষা 

লাল রক্তে কেনা সবুজের মাঠ 

বিশ্বচোখে আমিও দেখেছিলাম হৃদয়ভরে।

চিৎকার করে বলেছিলাম 

দ্যাখো বিশ্ব দ্যাখো!

এটা আমাদের পতাকার রং ইজ্জতের রং 

এটা আমার ভালোবাসার রং।

ঐতিহাসিক টাওয়ার ব্রীজ 

তুমিও সাক্ষী থাকো 

পদ্মা মেঘনা যমুনা কুশিয়ারা সুরমার মতো

তুমিও ভালোবাসায় জড়িয়ে রাখো

আমার মা মাটি মৃত্তিকার ইতিহাস 

শাপলা শালুকের প্রেম

 কৃষকের গান,শ্রমিকের বিজয়।

ঐতিহাসিক টাওয়ার ব্রীজ 

তুমিও জানিয়ে দিলে বীর বাঙ্গালির

 নোনা জলের সিক্ত ঢেউ 

তোমাতে বহমান টেমসের জলে

 অংকিত হলো বিশ্ব ইতিহাসের মানচিত্রে 

আমার সোনার বাংলা,প্রিয় বাংলাদেশ।