শোকরিয়া

শোকরিয়া

আফিয়া বেগম শিরি 

প্রথমে শুকরিয়া জানাই 
প্রভু নিরঞ্জন 
গোনাগারের তরে দয়া 
করেছো বিতরন 

পবিত্র হজ্বব্রত নসীব 
করেছো পাক পরওয়ার
মক্কা মদিনার শান শওকত 
আপন চোখে দেখিবার 

পৃথিবীর শ্রেষ্ট জায়গা 
আল্লাহর কা’বা ঘর
হেরিয়া দু নয়নে 
কাঁদি ঝর ঝর 

মদিনা মনোয়ারা শীতল 
 বাতাস গায়েতে মাখিয়া 
প্রশান্ত হলো আমার 
ভেতর বাহির হিয়া 

তোমার সৃষ্টির তুলনা 
শুধুই যে তুমি
বলার মতো ভাষা নেই 
ওগো অন্তর্যামী 

হাত তুলে মিনতি আমার 
মোনাজাতে মকবুল
তোমার দরবারে যেনো 
হয় কবুল