অদৃষ্ট

অদৃষ্ট

নীপা আকন্দ

নিস্তব্ধ নিকষ ভূতূড়ে আঁধারের মতো

লাল-নীল ছুঁচালো কষ্টের বেদনাবহ ক্ষত

গহিনে ঘাই মারে ক্ষণে ক্ষণে অবিরত-

যেভাবে যেমন যেমন আশা করা হয় 

সেভাবে মনমতো পাওয়া হয় না কিছুই 

তাই বলে দমে যায় না থেমে থাকে না 

পৃথিবীর যাবতীয় সৃষ্টিসুখের আনন্দ!

পুরাতন খেরোখাতার হিসেব চুকিয়ে 

নতুনের মাঝে বেঁচে থাকে বর্তমান

এগিয়ে যায় লক্ষ্যভেদী সময়ের স্বপ্ন

যতই থাকুক চড়াই-উৎরাই খানাখন্দ!

যে থাকে থাকুক না পড়ে মনভাঙা ইতিহাসে

কারো চোখের জ্বালায় কার কবে যায় আসে,

বিবেক দংশনে অন্তর তবু দুঃখের সমুদ্রে ভাসে 

অলক্ষ্যে বুঝি রুঢ় উপহাসে অদৃষ্ট মুচকি হাসে-