সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: তারকাদের শোক

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: তারকাদের শোক

বাংলাভাষী ডেস্কঃঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুনে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এ ঘটনায় শোকাগ্রস্ত গোটা দেশ। সামজিক যোগাযোগমাধ্যমও ছেয়ে গেছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের খবরে। এ থেকে বাদ পড়েনি তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন অনেকেই।

তানজিন তিশা লিখেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনারের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি রইল সমমর্মিতা। আমি চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষদের অনুরোধ করি যেন হতাহতদের সাহায্যে এগিয়ে আসে। শুনেছি প্রচুর রক্তের প্রয়োজন। সবাই এগিয়ে আসুন। আপনার একটু সহযোগিতা, এক ব্যাগ রক্ত হয়ত বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ, হাঁসি ফোঁটাতে পারে একটি পরিবারকে। সকলে প্রার্থনা করি।’

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী গতকাল রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে আগুনের পর বিস্ফোরণ ঘটনার ফেসবুকে প্রথম পোস্টে লিখেছেন, ‘অসংখ্য অ্যাম্বুলেন্স জরুরি প্রয়োজন। চট্টগ্রামের সবকটি সরকারি, বেসরকারি হসপিটালের অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দ্রুত সীতাকুণ্ডে যেতে বলা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রচুর রক্তের প্রয়োজনও হতে পারে। স্থানীয়রা প্লিজ রক্তদানে চমেকে আসুন। সবাই দোয়া করুন সীতাকুণ্ড এলাকার বাসিন্দাদের জন্য।’

ঢালিউড সুপারস্টার শাকিব খান লিখেছেন, ‘চট্টগ্রামের জন্য প্রার্থনা।’

নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ লিখেন, ‘সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে এত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীরভাবে শোকাহত।’

বাংলা গানের যুবরাজ আসিফ আকবর লিখেন, ‘সীতাকুণ্ড ট্র্যাজেডি জাতীয় দুর্যোগ। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করি। মহান আল্লাহর কাছে সাহায্য চাই। উদ্ধার কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকসহ প্রশাসনের সংশ্লিষ্টদের জন্য শুভকামনা।’

তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ লিখেছেন, ‘যেকোনো দুর্ঘটনায় সর্বপ্রথম এগিয়ে যায় নিরাপত্তারক্ষা বাহিনী। ফায়ার সার্ভিসের সাহসী সৈনিকরা নিজেদের জীবন দিয়ে সীতাকুণ্ডের ভয়াবহ দুর্ঘটনার মোকাবেলা করেছেন। সাথে প্রাণ হারিয়েছে আরও অনেক মানুষ। প্রতিটি মানুষের জীবন মূল্যবান। এমন পরিস্থিতি আর না ফিরে আসুক এটাই সকলের কামনা। সীতাকুণ্ড দুর্ঘটনায় নিহত শোকসন্তপ্ত পরিবারদের প্রতি শোক প্রকাশ করছি। আমরা শোকাহত।’

চিত্রনায়স সাইমন সাদিক লিখেন, ‘পানির ওপর হাঁটলেও জুতায় আগুন ধরে যাচ্ছে, সীতাকুণ্ড। আল্লাহ মাফ করুন।’

চিত্রনায়ক আরিফিন শুভ লিখেন, ‘চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডে বিস্ফোরণে হতাহতদের জন্য জরুরিভিত্তিতে রক্তের প্রয়োজন, আশেপাশে যারা আছেন দ্রুত সহযোগিতা করুন। সহযোগিতা করুন।’

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে কোনও আহত ব্যক্তির জরুরিভিত্তিতে রক্তের প্রয়োজন হলে কমেন্টে জানাবেন। আমি পেজে পোস্ট করবো যেন সেই গ্রুপের কেউ গিয়ে সঙ্গে সঙ্গে রক্ত দিতে পারেন।’

চিত্রনায়িকা জাহারা মিতু লিখেন, ‘আগুন জ্বলছে সীতাকুণ্ডে, কিন্তু পুড়ে ছাই হচ্ছি বাংলাদেশের প্রতিটি মানুষ। আজকের দিনটি কষ্টের, অনেক বেশি কষ্টের...।’

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ভিডিও নিউজ শেয়ার করে লেখেন, ‘কি ভয়াবহ!’

অভিনেতা ও গায়ক চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আমরা গভীরভাবে শোকাহত! সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা করছি। শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। জানিয়েছেন নিজের মনের অবস্থাও।

জয়া তার ফেসবুকে পেজে এ নিয়ে লেখেন, ‘সীতাকুণ্ডে মর্মবিদারী ঘটনা ঘটলো, ভাষায় সে শোক প্রকাশের সাধ্য আমার নেই। এতগুলো মানুষের আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিছক মানুষের অবহেলায় এমন দুঃখজনক মৃত্যু যে পর্যন্ত আমরা রোধ করতে না পারবো, ততদিন অবধি কী করে আমরা নিজেদের সভ্য আর মানবিক বলে দাবি করতে পারি?’

‘সবার লড়াইয়ে, সংগ্রামে, সহযোগিতায় সে দীর্ঘ পথ আমাদের অবশ্যই পাড়ি দিতে হবে।’ ফায়ার সার্ভিস বাহিনীর কর্মীদের ঝুঁকি নিয়ে কাজ করার কথা তুলে ধরে তিনি লিখেছেন, ‘এখনো পর্যন্ত সর্বগ্রাসী সেই আগুন নেভানো যায়নি। দমকল বাহিনীর ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করে চলেছেন।’

সবশেষ এই অভিনেত্রী লেখেন, ‘আহতদের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় কর্তব্য। চট্টগ্রামের মানুষ ছুটে যাচ্ছে, রক্ত দিচ্ছে, সহযোগিতার হাত বাড়াচ্ছে। যত মানুষ যুক্ত হবে, ততই ভরসা। সেই আবেদন জানাই সবাইকে। নিহতদের রুহের মাগফেরাত কামনা করি।’

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সরব রয়েছেন তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে জানাচ্ছেন শোক প্রকাশের পাশাপাশি আহতদের জন্য সাহায্য চেয়ে মানবিক পোস্ট।