সুদানে ৩ দিনের যুদ্ধবিরতি সম্মত এসএএফ-আরএসএফ

বাংলাভাষী ডেস্কঃঃ

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় অবশেষে সুদানে তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশটির সেনাবাহিনী সুদান আর্মড ফোর্সেস (এসএএফ) ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)।

সোমবার (২৪ এপ্রিল) মধ্যরাত থেকে এ যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, ৪৮ ঘণ্টা আলোচনার পর সেনাবাহিনী ও আরএসএফ যুদ্ধবিরতিতে পৌঁছাতে সম্মত হয়।

এর আগে আরও অন্তত দুইবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল দুই বাহিনী। তবে কোনো পক্ষই তা শেষ পর্যন্ত মানেনি। এরই মধ্যে সুদানে দুই সামরিক বাহিনীর সংঘাতের কারণে অসংখ্য বিদেশি নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে।

সুদানে ১৫ এপ্রিল এসএএফ ও আরএসএফ নামের আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। এতে এখন পর্যন্ত চার শতাধিক নিহত হয়েছে। এরই মধ্যে আবাসিক এলাকাগুলো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

খার্তুমের বাসিন্দারা জানান, যে শহরে ঈদের সময় উৎসবমুখর থাকে, সেখানে এখন বিরাজ করছে ভূতুড়ে পরিবেশ। এদিকে লড়াই অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ চীনের কূটনীতিক ও নাগরিকদের সুদান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে জাতিসংঘ সুদান ছাড়বে না বলে জানিয়েছেন এর মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সংস্থাটি সেখানে কার্যক্রম পরিচালনা করবে।

গুতেরেস বলেন, জাতিসংঘ সুদান ত্যাগ করবে না। একটি শান্তিপূর্ণ ও নিরাপদ ভবিষ্যতের জন্য সুদানের জনগণের প্রতি আমাদের অঙ্গীকার। এই ভয়াবহ সময়ে আমরা তাদের পাশে আছি।