স্বদেশ বাঁচা

স্বদেশ বাঁচা

---পারভীন আকতার

অবুঝ তোরা মানুষ হবি কবে?

বকধার্মিক উড়নচণ্ডী ভরা ভবে।

তোরা উগ্র চশমখোর বৈরাগী,

স্রষ্টার সৃষ্টির ধ্বংস রূপ অনুরাগী।

তোরা কাফের,তোরা হায়েনা,

জন্ম মৃত্যু তাঁর হাতেই সূচনা।

তোরা ধর্মপ্রাণ ভবিষ্যৎ সোপান,

গভীর জ্ঞান কোরআনেই জোগান।

কয়জন জানিস ধর্ম মর্মবাণী?

ঐতিহ্য সুকৃতি আনিস টানি!

আগুন ধরাস; কে দিল তেজ?

মানুষ তুই কয়টা তোর লেজ?

সম্প্রীতিই ইসালম ধর্ম শেখায়,

হেন কর্মে পাবি না কভু রেহাই। 

মুষ্টিমেয় কয়েক জনের কারসাজি,

ভূলুণ্ঠিত মানবতা শান্তি বিনাশ আজি!

তোরা কী এমন ধোঁয়া তুলশী পাতা?

ধর্ম নিয়ে করিস না বাড়াবাড়ি অযথা। 

যারা উস্কায়;তারাই ফুস্কায় খাঁচা,

কোন্দল হিংসা ছেড়ে স্বদেশ বাঁচা।