কপাল পোড়া

কপাল পোড়া

শেখ রাসেল 

বউ-যে আমার মিষ্টি ভিষণ 

         সুশ্রী চাঁদের মুখ,

সর্পিণী গুণ আচার স্বভাব 

        ভাবুন কত্ত সুখ ?

অলস সে-তো নয় তো মোটে

        বসলে নাহি উঠে, 

এককেজি মাছ আনলে কিনে

       ঘন্টা চারেক কোটে।

বউ-যে আমার লক্ষি ভিষণ 

        দশ গ্রামের সেরা,

মাথায় পাড়া তুলবে সে,জন

        কইলে কিছু পারা।

স্বার্থে আমার বউটা বেজায়

        বড্ড বেশি ভালো,

চাইবে নিজের ষোলোই আনা

       না-দিলে মুখ কালো।

ময়না সোনা ডাকলে পাখি

      লজ্জাতে হয় লাল,

শাসন যে-তার কত্ত ভালো

     নেই গালে তাই ছাল।

আর কিছু ভাই বললে ধরা

       খাইতে হবে রাতে,

নইলে উপোস থাকতে হবে

    বাড়বেনা ভাত পাতে।

তার চেয়ে ভাই থাকুন সুখে

        ত্যাগ করে ঐ সব,

ইচ্ছে তাহার নইলে কি আর

        রাখছে এটা রব।

ভাগ্য-কে কি যায় লাগানো 

        বুদ্ধি দিয়ে জোড়া,

হাতড়ে দেখো সবার মাঝেই 

       লক্ষ কপাল পোড়া।