স্বাধীনতা মানে

স্বাধীনতা মানে

শাহজাদা রিদওয়ান -

স্বাধীনতা মানে মেঘলা আকাশে রৌদ্রের হাসি দেখা,

স্বাধীনতা মানে লাল সবুজের প্রিয় সেই পতাকা,

স্বাধীনতা মানে আমার মাতৃভূমির অনিন্দ্য সুন্দর মানচিত্রটি রং তুলিতে আঁকা,

স্বাধীনতা মানে ক্লান্ত কৃষকের মুখে তৃপ্তির হাসি,

স্বাধীনতা মানে দুষ্টু রাখালের মায়াবী সুরের বাঁশি,

স্বাধীনতা মানে মুক্তির জন্য প্রিয় সকল শব্দ, 

স্বাধীনতা মানে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ। 

স্বাধীনতা মানে শিশির বিন্দু দেখা প্রভাত,

স্বাধীনতা মানে অমাবস্যায় দেখা পূর্নিমার চাঁদ,

স্বাধীনতা মানে ভেঙে দেওয়া পাকিস্তানের বিষাক্ত দাঁত, 

স্বাধীনতা মানে বিশ্বের বুকে বাংঙ্গালীর ঘুরে দাঁড়াবার, 

স্বাধীনতা মানে পূব আকাশে উদিত উষার,

স্বাধীনতা মানে বাংলা মায়ের হারানো লাখো সন্তান, 

স্বাধীনতা মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 

স্বাধীনতা মানে পাক বাহিনীকে মাটিতে মিশিয়ে দেওয়া,

স্বাধীনতা মানে ভোরের স্নিগ্ধ হাওয়া,

স্বাধীনতা মানে সম্ভ্রম হারা মায়ের করুণ চাহনি,

স্বাধীনতা মানে বাংঙ্গালী নারীর বীরত্বের কাহিনী। 

স্বাধীনতা মানে দূর করা সকল সংশয়, 

স্বাধীনতা মানে এক সাগর রক্তের বিনিময়, 

স্বাধীনতা মানে ধ্বংস করা পশ্চিম পাড়ার আইয়ুব খানের নির্লজ্জ শাষণ,

স্বাধীনতা মানে শেখ মুজিব নামক রাজনৈতিক কবির ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ।