সেমিতে প্রতিপক্ষ নিউজিল্যান্ড মানেই দুরন্ত পাকিস্তান

সেমিতে প্রতিপক্ষ নিউজিল্যান্ড মানেই দুরন্ত পাকিস্তান

বাংলাভাষী ডেস্কঃঃ

বিশ্বকাপের সেমিফাইনালে প্রতিপক্ষ যখন পাকিস্তান, তখন নিউজিল্যান্ডের হার যেন অবধারিত। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে চারবার দেখা গেল তা। দুরন্ত গতিতে আগালেও সেমিতে পাকিস্তান বাধা পার হতে পারে না নিউজিল্যান্ড। বিদায় নিতে হয় শেষ চার থেকে।

গত ৩০ বছরে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে মোট চারটি সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে পাকিস্তান। প্রতিবারই জয়ী পাকিস্তান। সর্বশেষ বুধবার (৯ নভেম্বর) সিডনিতেও তা দেখা গেল।

সেমিফাইনালে দুই দলের মুখোমুখি সেই ১৯৯২ বিশ্বকাপে। ঘরের মাঠে ফাইনালে উঠার লড়াইয়ে পাকিস্তানের কাছে ৪ উইকেটে হেরেছিল কিউইরা। সেবার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথম বিশ্বকাপও জিতেছিল ইমরান খানরা।

১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপেও দুই দল মুখোমুখি হয়েছিল সেমিতে। ম্যানচেস্টারে অনুষ্ঠিত সেই ম্যাচে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। যদিও ফাইনালে পাকদের হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে।

ওয়ানডে বিশ্বকাপের মতো প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তান ও নিউজিল্যান্ডের দেখা হয়েছিল সেমিতে। ২০০৭ সালে কেপটাউনের সেই ম্যাচে ৬ উইকেটে জিতেছিল পাকিস্তান। তবে ফাইনালে পাকিস্তান হেরে যায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে।

চতুর্থবারের মোকাবিলা হলো দুই দলের এবার সিডনিতে। যেখানে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে মেলবোর্নের ফাইনালের টিকিট পায় বাবর আজমরা।

গত আসরের রানার্স আপ নিউজিল্যান্ড এবার সেমি থেকেই বিদায়। গতবার সেমিতে অস্ট্রেলিয়া কাছে হারা পাকিস্তান এবার দোর্দণ্ড দাপটে ফাইনালে। তাদের সামনে হাতছানি দিচ্ছে ১৩ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা।