'স্যুয়ারেজ লাইনের গ্যাস জমে বিস্ফোরণ'

বাংলাভাষী ডেস্কঃঃ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের ইনচার্জ রহমতুল্লাহ চৌধুরী বলেছেন, স্যুয়ারেজ লাইনের গ্যাস জমা হয়ে সায়েন্সল্যাবের ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি বলেন, গ্যাসের ট্রিগার যেকোনোভাবে জমা হতে পারে।

রবিবার (৫ মার্চ) দুপুরে সায়েন্সল্যাব এলাকা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গ্যাসটি আস্তে আস্তে জমা হয় এবং এটি বিস্ফোরণে সহযোগিতা করে। দীর্ঘ সময় ধরে এই গ্যাস জমা থাকাই ভবনটিতে বিস্ফোরণ হয় এবং আশেপাশে ধসে পড়ে।

এদিকে, সায়েন্সল্যাব দুর্ঘটনা এলাকা পর্যবেক্ষণ শেষে উপস্থিত সাংবাদিকদের ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, এটি একটি দুর্ঘটনা— নাশকতা নয়। হয়ত যেকোনোভাবে ঘটনাটি ঘটেছে। তবে এটিকে দুর্ঘটনা বলেই আমরা আপাতত ধরে নিচ্ছি। তদন্তের পর বলা যাবে আসলে কী ঘটেছিল।

এর আগে রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে রাজধানীর সায়েন্সল্যাবের ওই তিন তলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনটি আংশিক ধসে পড়ে ও আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিস্ফোরণে প্রাথমিক অবস্থায় তিনজনের মৃত্যুর খবর জানা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে অফিসিয়িালি নিশ্চিত করা হয়নি। আহত হয়েছেন প্রায় শতাধিক।

পুলিশ জানায়, এসি বিস্ফোরণ হয়ে সায়েন্সল্যাবের ভবনটি ধসে পড়ে। এই ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন চিকিৎসা নিচ্ছেন। জানা যায়, অন্যরা আহত অবস্থায় ধানমন্ডির পপুলার হাসপাতালে রয়েছেন। সেখানে এখন পর্যন্ত ৫০ জন চিকিৎসা নিচ্ছেন। তিনজন অগ্নিদগ্ধ হয়ে আইসিইউতে আছেন।

জানতে চাইলে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আরও দুইজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ ছাড়া অনেক মানুষ আহত হয়েছে।