সিলেটে ওয়াও ফেস্টিভালে দর্শকদের ব্যাপক সাড়া

সিলেটে ওয়াও ফেস্টিভালে দর্শকদের ব্যাপক সাড়া

বাংলাভাষী ডেস্কঃঃ

সিলেট জেলা স্টেডিয়াম প্রাঙ্গনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো উইমেন অফ দ্যা ওয়ার্ল্ড-ওয়াও বাংলাদেশ সিলেট চ্যাপ্টার। তিন হাজারেরও বেশি দর্শক বেশ আগ্রহ ও উদ্দীপনা নিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব উপভোগ করেন। এতে প্যানেল আলোচনা, কর্মশালা, স্পিড মেন্টরিং, বাইটস, মার্কেটপ্লেস ও সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল, লাঠিনৃত্য, মনিপুরি নৃত্য, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ছিল। আয়োজন সমাপ্ত হয় 'সিলেটি ফুরি' ও 'নয়া দামান' গানের জন্য আলোচিত তসিবা বেগমের কনসার্টের মাধ্যমে।

ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় অত্যন্ত প্রাণবন্ত ও বহুমুখী এই উৎসব আয়োজন করে সেন্টার ফর কমিউনেকশন এন্ড ডেভেলপমেন্ট- সিসিডি বাংলাদেশ ও মঙ্গলদীপ ফাউন্ডেশন।