সিলেটের প্রতিশোধ, না রংপুরের পাল্টা আঘাত

বাংলাভাষী ডেস্কঃঃ

সিলেট স্ট্রাইকার্সের সামনে আজ সেই দুর্বিসহ স্মৃতি। সেই রংপুর রাইডার্স। চলতি আসরে তারাই একমাত্র দল যারা এবারের আসরে সিলেটকে নাকানি-চুবানি খাইয়ে ছেড়েছিল। তাও সিলেটের মাঠে। যেখানে সিলেট গিয়েছিল আকাশে উড়তে থাকা অবস্থায়। পয়েন্ট টেবিলে ছিল শীর্ষে। সিলেটে গিয়েই তারা প্রথম ম‌্যাচে পেয়েছিল এই রংপুরকে। মাত্র ১৮ রানে সিলেটের ৭ উইকেট তুলে নিয়ে রীতিমতো সবাইকে ভ‌্যাবাচ্যাকা খাইয়ে দিয়েছিল রংপুর রাইডার্স। সিলেটের সামনে তখন বিপিএলের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার শঙ্কা। পরে অবশ‌্য তারা সেই শঙ্কা কাটিয়ে উঠেছিল। রান করেছিল ৯ উইকেটে ৯২। ম‌্যাচ অবশ‌্য তারা বাঁচাতে পারেনি। হেরেছিল ৬ উইকেটে। সিলেটের সামনে আজ তাই প্রতিশোধ নেওয়ার পালা। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

দুই দলই প্লে অফ নিশ্চিত করেছে। সবার আগে নিশ্চিত করেছিল সিলেট। সবার পরে রংপুর। রংপুর গতকাল শুক্রবার ঢাকা ডমিনেটরসকে ২ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে। দুই দলের সামনেই এখন শীর্ষে উঠার লড়াই। ১০ ম‌্যাচে সিলেটের পয়েন্ট ১৬। তারা আছে সবার উপরে। এই স্থান ধরে রাখতে হলে তাদের আজকের ম‌্যাচে জয় প্রয়োজন। আজ জিততে পারলে সিলেটের কোয়ালিফায়ার-১ খেলা নিশ্চিত হবে। ৯ ম‌্যাচে রংপুরের পয়েন্ট ১২। তারা আছে চতুর্থ স্থানে। আজকের ম‌্যাচসহ বাকি সব ম‌্যাচ জিততে পারলে তাদের কোয়ালিফায়ার-১ খেলা নিশ্চিত হবে। সেই জন‌্য তাদেরও আজকের ম‌্যাচ জেতা জরুরি।

সিলেটের পাকিস্তানি তিন ক্রিকেটার মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ হারিস চলে গেছেন। মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম ছিলেন সেরা একাদশের নিয়মিত মুখ। দুইজনেই সিলেটের হয়ে সবকটি ম‌্যাচেই মাঠে নেমেছেন। ১০ ম‌্যাচ খেলে মোহাম্মদ আমির নিয়েছেন ১৩ উইকেট। ইমাদ ওয়াসিমের উইকেট সংখ‌্যা ১০টি। মোহাম্মদ হারিস খেলেছেন ৪টি ম‌্যাচ। চারটি ইনিংসেই তিনি দলের হয়ে ওপেন করে রান করেছিলেন ৬৩। সর্বোচ্চ রান ছিল ৪৪। তাদের পরিবর্তে সিলেট উড়িয়ে এনেছেন পাকিস্তানের দীর্ঘদেহী বাঁহাতি পেসার মোহাম্মদ ইরফানকে। সঙ্গে আছেন আফগানিস্তানের গুলবাদিন নাইব। কিন্তু রংপুরের পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক, হারিস রউফ, মোহাম্মদ নেওয়াজ যাননি। তাই তাদের সার্ভিস আজও পাবে রংপুর।