হাইকু
নাসিমা জোহা চৌধুরী
৩৯৬.
মেঘবালিকা
পাঠায় বৃষ্টিমায়া
শেষ শ্রাবণে
৩৯৭.
মেঘ রোদনে
বৃষ্টির ফুল ফোটে
ঘাসের বনে
৩৯৮.
গলে পড়ছে
অভিমানী মেঘাশ্রু
আকাশ বেয়ে
৩৯৯.
কাঁপন তোলে
বিভোর জলকণা
পত্র পল্লবে
৪০০.
তপ্ত ভূতল
সুশীতল সলিল
তৃষ্ণা মেটায়


