প্রবোধ
চৈতী জান্নাত
কোনো একদিন সবুজ কচি পাতার মতো সরলতা নিয়ে সামনে এসে দাঁড়াবে,
আড়াল হবে— যা-কিছু অসত্যের মলিনতা,
ভুলচুক, কলুষতা! মার্জনীয় সৌন্দর্যে সদ্য শিশুর মতো হেসে উঠবে আমারই কোল জুড়ে।
ক্ষমা করতে পারার মতো স্নেহ না থাকলে—
তাকে বলো না প্রীতি, প্রেম কিংবা ভালোবাসা।
সত্যের মতো রূপ নিয়ে ঝলমলিয়ে ওঠে সে মমতা,
থাকে না তাতে পাপভয়! নব জন্মের মতো আনন্দে আলোকিত করে কলুষের নিকষকতা!
আমি ভাবি— শ্রান্ত মনের অসহ্য ভার বয়তে না পেরে
কোনো একদিন ফিরবে, এমন প্রবোধে ভালো থাকি রোজ!


