আটক হতে পারেন মনীষা ওয়াহিদ
মনীষা ওয়াহিদ, একজন রাজনৈতিক নেত্রী। সম্প্রতি আলোচনায় এসেছেন সিলেটে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার শ্রমিকদের আন্দোলনে নেতৃত্ব দিয়ে। গত সপ্তাহের মঙ্গলবার সিলেট নগরে সহস্রাধিক শ্রমিক নিয়ে চৌহাট্টা সড়ক সাড়ে পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখা হয়। সেখানে সেনাবাহিনী উপস্থিত হয়ে সড়ক ছাড়তে বলার পর মনীষা তর্কে জড়ান। এছাড়া শুক্রবার রাতে পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী রিকশা শ্রমিকদের রবিবারের কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর মনীষা এর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেন। এই নিষেধাজ্ঞার এখতিয়ার পুলিশ কমিশনারের নাই বলেও মন্তব্য করেন তিনি।
ছাত্র ইউনিয়নের সাবেক জেলা সভাপতি মনীষা বর্তমানে চা শ্রমিকদের একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু অনুমোদনহীন ব্যাটারি রিকশা শ্রমিকদের আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি এবার বিপাকে পড়তে যাচ্ছেন।
পুলিশ ইতোমধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিলেট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনসহ প্রায় ৪০ জনকে গ্রেপ্তার করেছে। সুমনের রিমান্ডও চাওয়া হয়েছে।
এই অবস্থায় মনীষা যে কোনো সময় আটক হতে পারেন। নারী হওয়ার কারণে তাকে গ্রেপ্তারের বিষয়টি বিলম্ব করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশের একটি সূত্র...


