যুক্তরাজ্যের সবচেয়ে ধনী পরিবার হিন্দুজা পরিবারের প্রধান গোপিচাঁদ হিন্দুজা  মারা গেছেন

যুক্তরাজ্যের সবচেয়ে ধনী পরিবার হিন্দুজা পরিবারের প্রধান গোপিচাঁদ হিন্দুজা  মারা গেছেন

বাংলাভাষী ডেস্ক


যুক্তরাজ্যের সবচেয়ে ধনী পরিবার হিন্দুজা পরিবারের প্রধান গোপিচাঁদ হিন্দুজা ৮৫ বছর বয়সে লন্ডনে মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
এক বিবৃতিতে পরিবার জানায়,“তিনি আমাদের পরিবারের হৃদয়ে এক বিশাল শূন্যতা তৈরি করে গেছেন।
তাঁর অসাধারণ কর্মনিষ্ঠা ও অবদানের জন্য তিনি সর্বদা স্মরণীয় থাকবেন।”
গোপিচাঁদ হিন্দুজা, যার পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় £35.3 বিলিয়ন, ছিলেন যুক্তরাজ্যের সর্বাধিক সম্পদশালী ব্যক্তিত্বদের একজন।