দীর্ঘ রিবনের পোশাক বিক্রির জন্য ১০ হাজার পাউন্ড জরিমানা
সাঈম চৌধুরী
বাচ্চা মেয়েদের এই ধরণের পোশাক বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ান দেশগুলোতে বেশ জনপ্রিয়। কিন্তু ব্রিটেনে এটি বিপজ্জনক হিসেবে বিবেচিত। কেনো? পোশাকের ফিতাটা দেখুন। এই লম্বা ফিতাকে আমরা যেখানে ফুলের মতো বেঁধে দেবার চিন্তা করি, ব্রিটেন সেটাকে শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে। পোশাকের ফিতা বা রিবন যদি খুব দীর্ঘ হয়, তাহলে সেগুলো প্লে গ্রাউন্ডের ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি, লিফটের দরজা, এস্কেলেটর কিংবা চলমান যেকোনো কিছুর সঙ্গে আটকে বা জড়িয়ে যেতে পারে। আর এরকম কিছু ঘটলে শিশুর গুরুতর আঘাতের ঝুঁকি তৈরি হবে।
আর এই কারণে এ ধরণের পোশাক বিক্রির দায়ে ম্যানচেস্টারের জ্যাক এন্ড জিল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ১০,০০০ পাউন্ড জরিমানা করেছে আদালত। এছাড়া ৫০০টিরও বেশি পোশাক জব্দ করা হয়েছে। ১০ হাজার পাউন্ড জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানের পরিচালক রাকমত আলীকেও আরও ১,৫০০ পাউন্ড ভিকটিম সারচার্জও দিয়েছেন।
একজন বাংলাদেশি বাবা মা হিসেবে পোশাক নিয়ে আমরা কি কখনো এরকম চিন্তা ভাবনা করেছি


