জার্মানিতে নিষিদ্ধ ইসলামপন্থি সংগঠন

জার্মানিতে নিষিদ্ধ ইসলামপন্থি সংগঠন

বাংলাভাষী ডেস্ক


‘মুসলিম ইন্টারঅ্যাকটিভ’ নামের একটি সংগঠনকে নিষিদ্ধ করেছে জার্মানি৷ পাশাপাশি সংগঠনটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,

এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট বলেন, ‘‘যে কেউ ইসরায়েল রাষ্ট্র ও ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা ছড়াবে এবং নারী ও সংখ্যালঘুদের অধিকারকে অবজ্ঞা করবে—তাদের বিরুদ্ধে আমরা আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করব৷’’ 

প্রশাসন সূত্রে খবর, বুধবার সকাল থেকে হামবুর্গে সাতটি এবং বার্লিন ও মধ্যাঞ্চলীয় হেসে রাজ্যে আরও ১২টি স্থানে তল্লাশি চালানো হয়েছে৷ এই অভিযানে আরও দুটি সংগঠন—‘জেনারেশন ইসলাম’ এবং ‘রিয়ালিটেট ইসলাম’—এর বিরুদ্ধে প্রাথমিক তদন্তও অন্তর্ভুক্ত ছিল বলে মন্ত্রণালয় জানিয়েছে৷

‘মুসলিম ইন্টারঅ্যাকটিভ’ সংগঠনটি ২০২৪ সালের এপ্রিল মাসে হামবুর্গে অনুষ্ঠিত এক বিক্ষোভের পর নজরদারিতে আসে৷ এঘটনায় দ্রুত জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং অনেকেই সংগঠনটি নিষিদ্ধ করার দাবি জানান৷